Poetry : যেন দেখিস

© অনিন্দিতা ঘোষ

যেন দেখিস
By Anindita Ghosh

তোকে “স্পেস” দিতে দিতে আমাদের-ই মধ্যে স্পেস না ক্রিয়াটেদ হয় …
…যেন দেখিস …

পৃথিবীকে এক মুঠোয় পেতে গিয়ে আমাদের হাসি , কলরব , গান চাপা না পরে যায় …
…যেন দেখিস …

তোকে পেতে পেতে আমার আনন্দাশ্রু রক্তিম আভা না নেয় …
…যেন দেখিস …

তোর্ গিটার এর স্ট্রিং-এ স্ট্রিং-এ , সত্তি ” তারাদের মতন আলোক বর্ষ দুরে না চলে যাই ” …
…যেন দেখিস …

তোর্ সিগারেট এর ধোয়ায় ধোয়ায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো , উড়ে না যায় যাতে …
…যেন দেখিস …

তোর্ বোতলের টুং-টাং শব্দের ফাকে আমাদের ভালবাসার আলিঙ্গন হারিয়ে না যায় …
…যেন দেখিস …

আমাদের চিরকালীন মিষ্টি চুমু , তোর্ ” আই ডোন্ট কেয়ার ” হাবভাব-এ মুছে না যায় …
…যেন দেখিস …

তোকে ভালবাসার জালায়ে যেন সমুদ্র সৈকতের খুদ্রতি ক্ষুদ্র বালুকণার মতন হারিয়ে না যাই …
… যেন দেখিস …

তুই একটু দেখিস …. দেখিস কিন্তু …
যেন দেখিস II

© অনিন্দিতা ঘোষ

Comments
  1. Raka
    • anindita
  2. Sapsi
    • anindita
  3. Chaitali ghosh
    • anindita
  4. Satyaki Basu
    • anindita
  5. Satyaki Basu
  6. Aalolika Adhikary
    • anindita
  7. Ayesha Mehtab
    • anindita
  8. argha
    • anindita
  9. anindita
  10. Kiran lama
    • Anindita

Leave a Comments

Your email address will not be published. Required fields are marked *