
কবিতার দান
কবিতার দান
কবিতা আমাকে দিয়েছে অনেক
রাজার অনুগ্রহ যাকে বলে
তার কাছে পাতিনা তাই হাত
এই অপবাদ
কে দেয় কে জানে
কবিতার দান – আধফোটা শীতের আঘ্রাণ
পাখির বুকেতে যত শিশিরের ছোঁয়া
মনের মাঝারে এক নদী স্বচ্ছতোয়া
আকাশের দিকচক্রবাল
ক্রমশ বেড়েছে সেই দানের পরিধি
তবু আরও দিতে চায় যদি
কবিতা প্রেয়সী হোক গরীব চাষার
সে পরাবে নাকে ফুল কপালে ঘুমর
হয় যেন ভালবাসা
সোনালি ফসল
থাকে যেন কাব্যলক্ষ্মী বাঁধা চিরকাল ।